বিজেপির বিক্ষোভ-আন্দোলনের মধ্যে নিজের বক্তব্যে অনড় রতুয়ার তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। বিধানসভায় হৈহট্টগোলের মধ্যে সাবিত্রী জানিয়েছেন যা বলেছেন ঠিক বলেছেন।
নিজের বক্তব্য প্রসঙ্গে সাবিত্রীর যুক্তি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দেশ চালাচ্ছেন। সেই দেশে রোজই দ্রৌপদীদের বস্ত্রহরণ হচ্ছে। তাহলে এর দায় কার। অন্যদিকে স্বাধীনতা আন্দোলনে গুজরাটের অবদান নেই এই মন্তব্যে সাবিত্রী বলেছেন গুজরাট থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ এসেছেন। কিন্তু ওই দলের কোনও ভূমিকা ছিল না স্বাধীনতা আন্দোলনে। তাই ভারত মাতা কি জয় বলার অধিকার ওঁনাদের থাকতে পারে না। কংগ্রেস ও তৃণমূলের এ কথা বলার অধিকার রয়েছে। সাবিত্রীকে আরও বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শূর্পণখা বললে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন-দুঃশাসন বলে তিনি ভুল কিছু করেননি।