বিদেশে ছেলের বিয়েতে খোশমেজাজে মালিয়া

0
209
Malia is in a happy mood at her sons wedding abroad
Malia is in a happy mood at her sons wedding abroad

আমেরিকায় ছেলে সিদ্ধার্থ মালিয়ার বিয়েতে হাসিমুখে পোজ দিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন পলাতক  ব্যবসায়ী বিজয় মালিয়া। দেশে কোটি কোটি টাকার প্রতারণার দায়ে অভিযুক্ত বিজয় মালিয়া।

কিন্তু বিদেশে  খোশমেজাজে রয়েছেন শিল্পপতি। বিদেশে ছেলের বিয়েতে স্যুট-বুট পরে পৌঁছে গিয়েছিলেন বিজয় মালিয়া। আর সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। তবে তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে নেটিজেনদের দাবি, এই ছবি সিদ্ধার্থ মালিয়ার বিয়েতেই তোলা। আমেরিকার বাসিন্দা জসমিনকে বিয়ে করেছেন বিজয় মালিয়াপুত্র। ২০২৩ সালে দুজনের বাগদান হয়েছিল। তাঁর অন্তত এক বছর আগে থেকে রয়েছে সম্পর্কে। প্রথমে খ্রিস্টান মতে বিয়ে সারেন তাঁরা। তারপর অগ্নিসাক্ষী রেখেও বাঁধেন গাঁটছড়া।আর ছেলের বিয়েতে সর্বক্ষণ উপস্থিত ছিলেন বিজয় মালিয়া। উল্লেখ্য, ২০১৬ সালের ২ মার্চ বিজয় মালিয়ার বিরুদ্ধে কয়েকটি পাবলিক সেক্টর ব্যাঙ্ক মামলা দায়ের করলে তিনি দেশ থেকে ফেরার হন। ভারত সরকার ইতিমধ্যেই বিজয় মালিয়াকে দেশে প্রত্যার্পণের আইনি প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু বিভিন্ন ধরনের আইনি মারপ্যাঁচে এখনও পর্যন্ত তাঁকে দেশে ফেরানো সম্ভব হয়নি।