হরিণঘাটা মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয় চত্বরে তাঁকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই তিনি পায়ে হেঁটে গোটা বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরে ঘুরে দেখেছেন।
গেছেন প্রতিটা বিভাগের ডিপার্টমেন্টে। একইসঙ্গে তিনি এদিন ছাত্রছাত্ররীদের সঙ্গে বাক্য বিনিময় করেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস দফায় দফায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের টিচিং নন টিচিং স্টাফ, প্রফেসর সকলের সঙ্গে তিনি আলোচনা সেরেছেন বলে জানা গিয়েছে। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে আচমকাই পরিদর্শন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যা নিয়ে চর্চাও হয়েছে বিস্তর।