আগে বাইরে ছাপ্পা দিত, এখন বিধানসভাতেও ছাপ্পা দিচ্ছেন তৃণমূল বিধায়করা। মগরাহাটে বিজেপির সভা থেকে এভাবেই আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি মুখ্যমন্ত্রীকে ছাপ্পাশ্রী পুরস্কারের দেওয়ার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার বিধানসভায় কৃষি বিশ্ববিদ্যালযে উপাচার্যদের বয়সসীমা বৃদ্ধি সংক্রান্ত বিল নিয়ে ভোটাভুটিতে শুভেন্দু অধিকারী এবং মিহির গোস্বামীর ভোট পড়ে যায়। এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। এর আগে সোমবার দ্য ওয়েস্ট বেঙ্গ ইউনিভার্সিটি ল বিলের ভোটাভুটির পর ফলপ্রকাশের পর দেখা যায় বিলের পক্ষে ভোট পড়েছে ১৮২ টি এবং বিপক্ষে পড়ে ৪০টি। অথচ ওইদিন বিধানসভায় বিজেপির ৫৭ জন বিধায়ক উপস্থিত ছিলেন। পরে ভোট গোনায় ভুল ছিল বলে স্বীকার করে নেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও এবার স্পিকার বিমান বন্দ্যেপাধ্যায় বলেছেন ইলেট্রনিক ভোটিং মেশিনে ভোট হয়েছে তাই বিজেপির হাত থাকতে পারে।