বিশ্বভারতীতে নিখোঁজ মাযানমারের ডক্টরেট ছাত্রকে ওড়িশার তালসারির সি বিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে ১২ জনকে গ্রেফতারও করা হয়েছে। এদের মধ্যে ৩ জন দুবরাজপুরের, ৮ জন পূর্ব মেদিনীপুর এবং ১ জন নানুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে অপহরণে ব্যবহার করা হয়েছে ২টি গাড়ি। উদ্ধার করা হয়েছে বিদেশি গবেষকের মোবাইল। পুলিশ সূত্রে খবর বিশ্বভারতীর ওই গবেষক পান্নাকে অপহরণ করে তালসারির একটি হোটেলে রাখা হয়েছিল। খবর পেয়ে ওড়িশা পুলিশের সহায়তায় সেখানে হানা দেয় বোলপুর থানার পুলিশ। এরপর সি বিচ থেকে উদ্ধার করা হয় পান্নাকে। শান্তিনিকেতনের পশ্চিম গুরুপল্লির একটি ভাড়া বাড়ি থেকে অপহৃত হয়েছিলেন মায়ানমারের গবেষক পান্নাকারা থাই। তিনি ভারতীয় দর্শন নিয়ে গবেষণা করছিলেন বিশ্বভারতীতে। সূত্রের খবর ব্যবসা সংক্রান্ত টাকা পয়সা লেনদেনের বিবাদ থেকেই এই অপহরণ হয়ে থাকতে পারে। তদন্তে জানা গিয়েছে মায়ানমারের বাসিন্দা পান্নার ৬ কোটি দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি ৫ কোটি ৫০ লাখ টাকা দিয়েছিলেন অভিযুক্তদের। বাকি ৫০ লাখের জন্যই এই অপহরণ বলে খবর। তবে ঠিক কি কারণে অপহরণ তা খতিয়ে দেখছে পুলিশ।