Sunday, March 26, 2023
আন্তর্জাতিক সংবাদবিশ্ব অর্থনীতিতে বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই

বিশ্ব অর্থনীতিতে বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই

আবারও অন্ধকার ও অনিশ্চিত বিশ্ব অর্থনীতির ছবি উঠে এসেছে রাষ্ট্রপুঞ্জের আর্থিক এবং সামাজিক বিষয়ক দফতরের প্রকাশিত রিপোর্টে। সেখানে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতি শ্লথ হবে।
আর্থিক বৃদ্ধির হার নামতে পারে ১.৯ শতাংশে। বৃদ্ধির গতি কমবে বিভিন্ন উন্নত এবং উন্নয়নশীল দেশেরও। এমনকি চলতি বছরে একাংশ মন্দায় ঢুকতে পারে। তবে এরমধ্যে রাষ্ট্রপুঞ্জের অন্যতম অর্থনীতিবিদ হামিদ রশিদ ভারত সম্পর্কে আশা প্রকাশ করেছেন। তাঁর দাবি, বর্তমানে গোটা বিশ্বের অর্থনীতিতে ভারত একটি উজ্জ্বল বিন্দু। আগামী বছর ৬.৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা, যে হার জি-২০ গোষ্ঠীর অন্যান্য দেশের তুলনায় অনেক উঁচু।রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে আশঙ্কা, অতিমারি, ইউক্রেনে যুদ্ধ, লাগাতার চড়া মূল্যবৃদ্ধি, জলবায়ু সংক্রান্ত জরুরি পরস্থিতির কারণে চলতি বছর খাদ্য এবং বিদ্যুতের সঙ্কটই বিশ্ব অর্থনীতির বৃদ্ধির গতি কমাবে। রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারাল অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, চড়া মূল্যবৃদ্ধি, আগ্রাসী সুদ বৃদ্ধি এবং বাড়তে থাকা অনিশ্চয়তার আবহে একটা বৃহত্তর এবং গুরুতর ঝিমুনি বিশ্ব অর্থনীতিকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ডুবিয়ে দিচ্ছে।

More News

ইউক্রেনকে আরও অস্ত্র আমেরিকার 

0
যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনকে আরও ৪০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করবে আমেরিকা। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভ প্রকাশ করেছে...

ইউক্রেন যুদ্ধ, এফএটিএফ-র সদস্যপদ বাতিল রাশিয়ার  

0
ইউক্রেন যুদ্ধের খেসারত হিসেবে এবার রাশিয়ার সদস্যপদ আপাতত বাতিল করল এফএটিএফ। ইউক্রেনে উস্কানি ছাড়া, অবৈধ এবং...

এক বছর পরেও যুদ্ধের চিত্র বদলায়নি    

0
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি, ভোর ৬টায় সরকারি টেলিভিশন চ্যানেলে জাতীর উদ্দেশে বক্তৃতায় ইউক্রেনের বিরুদ্ধে সামরিক...