বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষ্যে বিশ্বের সঙ্গীতপ্রেমী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে শুক্রবার তিনি লিখেছেন, বিশ্ব সঙ্গীত দিবসে পৃথিবীর কোটি কোটি সঙ্গীতপ্রেমী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এদিন সঙ্গীতের সার্বজনীন ভাষাকে স্মরণ করার দিন। তাঁর কাছে সঙ্গীতের কোনো ভৌগোলিক সীমানা হয় না। আবহমান কাল ধরে মানুষের হৃদযে সঙ্গীতের স্থান রয়েছে । সঙ্গীতের ঝংকারেই মূর্ত হয়ে ওঠে শান্তি, ভালোবাসা ও সম্প্রীতি। গান লেখা এবং সুর সৃষ্টি করার সময় বাংলার চিরায়ত আত্মার সঙ্গেই সংযুক্ত বোধ করেন মুখ্যমন্ত্রী। যার শ্রেষ্ঠ প্রকাশ সঙ্গীতে। শুভেচ্ছাবার্তার পাশাপাশি নিজের লেখা ও সুর করা একটি গানও পোস্ট করেছেন তিনি। উল্লেখ্য, গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়।