মা দুর্গা কাছে রাজ্যকে অন্ধকার থেকে রক্ষা করার প্রাথনা করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বুধবার সল্টলেকে ইজেডসিসি-র পুজোতে দেবীবরণ, সিঁদুর খেলায় মেতেছেন বিজেপি বিধায়ক।
এরপর কখনও ঢাক বাজাতে আবার কখনও ধুনুচি হাতে নাচতে দেখা যায় তাঁকে। একই সঙ্গে তৃণমূলকে কটাক্ষ করেছেন তিনি। অন্যদিকে, দশমীতে হাজরা পার্কের পুজো মণ্ডপে এসেছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।একসময় একদলে থাকলেও, এখন দু’জনই আলাদা দলে। এদিকে, শ্রীরামপুরের ৫ ও ৬-এর পল্লি পুজোর বিসর্জনে ঢাকের তালে একসঙ্গে পা মিলিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল। দুই জনকে হাত ধরাধরি করে নাচতেও দেখা যায়। বিসর্জনের দিন দু’জনকেই দেখা গেল অন্য মুডে।