টানা বৃষ্টিতে বাংলাদেশে বিদ্যুৎস্পষ্ট হয়ে ৪ জনের জনের মৃত্যু হয়েছে।মৃতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। ঘটনাটি ঘটেছে ঢাকার মিরপুরে কমার্স কলেজ সংলগ্ন এলাকায়।
মিরপুর মডেল থানার ওসি মহাম্মদ মহসীন জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে ওই এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। আচমকা সেখানে বজ্রপাত হলে বিদ্যুতের তার ছিঁড়ে জলে পড়ে যায়। যায় জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জন গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।অন্যদিকে, বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হয়েছে। যার জেরে রাজধানীর প্রধান সড়ক-সহ অলিগলি জলের তলায় চলে গিয়েছে। যার জেরে যান চলাচল ব্যাহত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে , শুধুমাত্র একদিনে ঢাকায় ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।