উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি, দক্ষিণে জ্বালাধরা গরম। তাপপ্রবাহের চরম পরিস্থিতি বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
শনি ও রবিবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। তীব্র গরমের কমলা সতর্কতা জারি হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে । দক্ষিণবঙ্গে যখন নাভিশ্বাস উঠছে মানুষের তখন উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সিকিম এবং উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে প্রবল বৃষ্টি এবং ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিম। ধসের জেরে পুরোপুরি বিচ্ছিন্ন উত্তর সিকিম।