রাজ্যের বিভিন্ন স্কুলে বেআইনি চাকরির গ্যারেন্টার হয়েছিলেন তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। অন্তত ৩৫ জনের চাকরি হয়েছে তৃণমূল যুব নেতার মাধ্যমে।
প্রত্যেকেরই উচ্চ মাধ্যমিক স্তরে। পাশাপাশি শান্তনুর বাড়িতে প্রায় ৩০০ চাকরিপ্রার্থীর তালিকা উদ্ধার হয়েছে। মিলেছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড অন্যান্য তথ্য। রাজ্যের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এমনই তথ্য হাতে পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তদন্তকারীরা। পাশাপাশি ইডির দাবি বেআইনি চাকরির গ্যারেন্টার হয়েছিলেন শান্তনু। তাপস-কুন্তল-শান্তনুকে জেরা করে এমনই তথ্য পেয়েছেন তদন্তকারী অফিসাররা। অবৈধ উপায়ে চাকরি পাওয়া স্কুল শিক্ষকরা মূলত মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। বুধ ও বৃহস্পতিবার হুগলির জেলা কর্মাধ্যক্ষ শান্তনুকে টানা জেরা করে ইডি। শুক্রবারও শান্তনুকে তলব করে ইডি।