নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কড়া বার্তার পরে শালিমার স্টেশন চত্বরে জোরদার প্রশাসনিক তৎপরতা। মঙ্গলবার সকাল থেকেই বেআইনি পার্কিং রুখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।
পাশাপাশি স্টেশন লাগোয়া এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর। ১৬ জুন রবিবার পার্কিংয়ের দখল নিয়ে ঝামেলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল শালিমার স্টেশন চত্বর। স্টেশনের বাইরে পার্কিংয়ের দখল নিয়ে সংঘর্ষ বাধে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। একাধিক বাড়ি ভাঙচুর ও মহিলাদের মারধরের অভিযোগ ওঠে। পুলিশের লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। সোমবার নবান্নের বৈঠকে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এরপরেই তৎপর হয় প্রশাসন।