সপ্তাহান্তে অন্য মিছিল দেখল কলকাতা। ছাত্র-যুবদের মিছিলে তাদের দাবি দাওয়ার পাশাপাশি উঠল বিশ্বকাপের স্লোগান। বিশ্বকাপ ফুটবল চলাকালীন সম্প্রীতির বার্তা দিতে পথে নেমেছে বাম ছাত্র-যুবরা। ব্রাজিল আর্জেন্টিনার জার্সি পরে শিয়ালদহ থেকে মৌলালি পর্যন্ত মিছিল করেছে এসএফআই।
এই মিছিলে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগালের সঙ্গে এসএফআই সব মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। সংগঠনের পতাকা ছেড়ে হঠাত্ কেন এসএফআইয়ে রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য পথে নেমেছেন সেই প্রশ্নে তিনি জানিয়েছেন সারা পৃথিবীজুড়ে হিংসা বেড়েছে। ফুটবল এমন একটা খেলা যেখানে হিংসাভুলে সমাজের সব স্তরের মানুষ কাছাকাছি আসতে পারে এবং সম্প্রীতির বার্তা দিতে পারে। সেই কথা বলতেই এই অভিনব মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিলে ছিল না কোনও রাজনৈতিক স্লোগান। ছিল শুধুই ব্রাজিল, আর্জেন্টিনার সমর্থনে স্লোগান।