স্বাধীনতার আগে ব্রিটিশদের সাথে কাজ করত কংগ্রেস। এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গুজরাটে দ্বিতীয় দফায় ভোটের আগে আনন্দ জেলায় নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেসের সমস্যা সর্দার ভাই প্যাটেলকে নিয়ে নয়, ভারতের ঐক্য নিয়ে। তাই স্বাধীনতার আগে ব্রিটিশদের সাথে কাজ করে দেশে বিভক্তকরণের রাজনীতি করেছে কংগ্রেস। তাই কংগ্রেসের মধ্যে দাস মানসিকতার রয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর কথায় সম্প্রদায়, বর্ণ নিয়ে উস্কানি দেওয়া কংগ্রেসের নীতি। তাই বিরোধী দলনেতারা স্ট্যাচু অফ ইউনিটিকে এড়িয়ে যান। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশ থেকে গুজরাটের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন। সম্প্রতি ইসরো মহাকাশে যে এওস-০৬ স্যাটেলাইট পাঠিয়েছে। সেটির দ্বারা গুজরাটের যে ছবি উঠেছে সেগুলোকে শ্বাসরুদ্ধকর বলেছেন। পাশাপাশি, এই তৃতীয় প্রজন্মের উপগ্রহের কারণে আবহাওয়ার পূর্বাভাস থেকে শুরু করে সামুদ্রিক নিরাপত্তা সব ক্ষেত্রে সুবিধা পাবে দেশ।