Sunday, March 26, 2023
বিনোদনব্রোচের সাজে উরফিকেশন

ব্রোচের সাজে উরফিকেশন

উরফি জাভেদ, কপাল থেকে শুরু করে পায়ের পাতা অবধি ব্রোচের সাজে। কপালে মঙ্গলটিকার বদলে কালো ব্রোচ। লম্বা বেণী ঝুলিয়েছেন কৃত্রিম চুল দিয়ে। তাতেও পরতে পরতে অলঙ্কারের রিনিঝিনি। বেল্ট থেকেও ঝুলছে ব্রোচের নকশা। সেই বেল্ট অবশ্য কোমরে নয়, বুকে বেঁধেছেন উরফি। স্তনযুগল ঢাকা পড়েনি তাতে। তবু সাজ সম্পূর্ণ হয়েছে মডেল-তারকার।

নিম্নাঙ্গে বাঘছাল রঙের অন্তর্বাসের ফিতে উরফির নতুন সাজকে আরও এক মাত্রা দিয়েছে। ভিতর গুঁজে নিয়েছেন কালো বস্ত্রখণ্ড। সেটিই কুঁচি দিয়ে ঘুরিয়ে পরা কোমরের নীচে। ঊরু থেকে এক পাশ উন্মুক্ত। সে ভাবেই পোল থেকে ঝুলছেন উরফি। যেন এখনই পোলডান্স করে উঠবেন। কিন্তু করলেন না তেমন কিছু। শুধু ঝুললেন আর দোল খেলেন। বাহু অবধি স্বচ্ছ কালো দস্তানা। তাতে অভ্রের ঝিলমিল। হাতে হাত বুলিয়ে আরও আবেদন রাখলেন শরীরী বিভঙ্গে। সেই ভিডিয়ো পোস্ট করে আবার স্পটলাইট কেড়ে নিয়েছেন উরফি।ক্যাপশনে লিখেছেন,ব্রোচের সাজে উরফিকেশন। যে কোনও স্বাদের যে কোনও সাজ উরফির মস্তিষ্কের ছোঁয়ায় এমনই যে অভিনব হয়ে উঠবে,সেই ইঙ্গিতই রয়েছে লেখায়।ভিডিয়ো তো ভাইরাল, সেই সঙ্গে বিস্ময়ে হতবাক অনুরাগী থেকে শুরু করে নিন্দক। উরফির নতুন চমকে মন্তব্য করার ভাষা পাচ্ছেন না অনেকেই।

More News

উরফিকেই চুমু খেলেন রাখি

0
ইদানীং রাখি সবন্ত নাকি উরফি জাভেদের মতো পোশাক পরছেন। স্বামী আদিল খান দুরানীকে জেলে পাঠিয়ে...

আত্মহত্যার চেষ্টাও করেছেন উরফি 

0
উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ার সেনসেশন। আজব পোশাক পরে নেটিজেনদের তাক লাগান তিনি। কখনো শুধুই সেফটিপিন, কখনো...

মদ্যপ ট্যাক্সিচালকের খপ্পরে উরফি 

0
উরফি জাভেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনোই স্পটলাইট নিতে ব্যর্থ হন না। তবে এবার দিল্লিতে গিয়ে...