ভয়ের বাতাবরণ তৈরি করবেন না। ইডিকে এমনই হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট। ছত্তিশগড় সরকার শীর্ষ আদালতে অভিযোগ জানিয়েছিল, ২ হাজার কোটি টাকার মদ কেলেঙ্কারিতে জোর করে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম জড়ানোর চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।
রাজ্যের একাধিক আবগারি আধিকারিক এবং তাঁদের আত্মীয়দের গ্রেপ্তারির হুমকি দিচ্ছে ইডি। এই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্ট জানিয়েছে, এমন আচরণ একটি সত্যি বিষয়কেও সন্দেহজনক করে তোলে। এরপরেই আদালত ইডি আধিকারিকদের উদ্দেশ্যে মন্তব্য করেছে, ভয়ের বাতাবরণ তৈরি করবেন না। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ কংগ্রেস বারবার অভিযোগ করেছেন, বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার।