বিজেপি পুলিশকে ভয় পায় না। পুলিশের অপব্যবহার বন্ধ না করলে বাংলার মানুষ যে ২-৪টে আসন দিত সেটাও এবার দেবে না।
কাঁথির সভা থেকে শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশের অভিযান নিয়ে এভাবেই আক্রমণ করে অমিত শাহ। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন জেনে ভয় পেয়ে গেছেন। । তিনি আরও বলেছেন তৃণমূলের মন্ত্রীর ঘর থেকে ৫১ কোটি টাকা পাওয়া যায়। কিন্তু শুভেন্দু অধিকারীর ঘরে চার আনাও পায় নি পুলিশ। কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন শুভেন্দু অধিকারীর ওপর মমতা বন্দ্যোপাধ্যায় যত অত্যাচার করবেন ততই শুভেন্দু অধিকারীকে বিজেপি বড় ব্যক্তি করবে।