দেড় ঘণ্টার অপারেশনের পর জাদুঘরে গুলিকাণ্ডে অভিযুক্ত সিআইএসএফ জওয়ানকে বাগে আনতে পেরেছে পুলিশ। অভিযুক্ত হেড কনস্টেবল একে মিশ্র-র বাড়ি ওড়িশার।
শনিবার সন্ধে সাড়ে ৬টায় কলকাতা জাদুঘরে সিআরপিএফ হেড কনস্টেবলের ব্রার্স্ট ফায়ারে এএসআই পদমর্যাদার অফিসারের মৃত্যু হয়েছে। মৃত রঞ্জিত সারেঙ্গির বাড়ি ওড়িশায়। আহত হয়েছেন সুবীর ঘোষ নামে আরেক জওয়ান। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে চলে আসেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, সিপি ক্রাইম। তিনিও বুলেটপ্রুফ জ্যাকেট পরে জাদুঘরের ভিতরে ঢোকেন। ঘটনাস্থল ঘিরে ফেলে কলকাতা পুলিশ। ব্যারিকেড করে দেওয়া হয় এলাকায়। হামলাকারীকে বাগে আনতে নামানো হয় কমান্ডো। বুলেটপ্রুফ জ্যাকেট পরে একে একে কমান্ডোরা জাদুঘরের ভিতরে ঢুকে পড়েন। তাদের সঙ্গে যোগ দেয় পুলিসের স্পেশাল অ্যাকশন ফোর্স। জাদুঘরের আলো নিভিয়ে তল্লাশির জন্য আনা হয় ড্রাগন লাইট।