ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। মশাটের সভা থেকে পরিবারবাদ নিয়ে ফের একবার সরব হয়েছেন অমিত শাহ।
নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা টেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন একদিকে গরিব চা দোকানির বাড়িতে জন্মানো মহান নেতা নরেন্দ্র মোদী। অন্যদিকে পরিবারবাদের বিশ্বাসী জোট ইন্ডিয়ার নেতারা। যারা প্রত্যেকেই কেউ নিজের ছেলে কেউ আবার নিজের মেয়ে মুখ্যমন্ত্রী বানাতে চান। শরদ পাওয়ার, এম কে স্তালিন থেকে উদ্ধব ঠাকরে। তিনি আরও বলেছেন সনিয়া গান্ধীতে তো তাঁর ছেলে রাহুল বাবাকে প্রধানমন্ত্রী বানাতে চান। দর্শকদের উদ্দেশে বলেছেন এদের মধ্যে কে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। একদিকে ১২ লাখ কোটির দুর্নীতিগ্রস্ত জোট ইন্ডিয়ার নেতারা অন্যদিকে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও যার বিরুদ্ধে ২৫ পয়সারও দুর্নীতির অভিযোগ নেই।