ভাইয়ের চাকরি বাতিল হতেই স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলে ফরেন্সিক পরীক্ষার দাবি করেছেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে যে ৮৪২ জন গ্রুপ সি কর্মীর চাকরি বাতিল হয়েছে তার মধ্যে শ্রীকান্তর ভাই খোকন মাহাতও রয়েছেন। শনিবার মেদিনীপুর শহর তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী শ্রীকান্ত বলেছেন তাঁর ভাই ওই নম্বর কোনওভাবেই পাবে না। হার্ড কপি প্রশ্নপত্র মিলিয়ে দেখা হোক। তাঁর ভাই এসএসসির ত্রুটিবিচ্যুতির শিকার হয়েছেন বলে দাবি করেছেন শ্রীকান্ত। তিনি বলেছেন যখন চাকরি পেয়েছিল তখনই তো এসএসসি তালিকা প্রকাশ করতে পারত। তা হলে ওই সময়ই চ্যালেঞ্জ করা যেত। কিন্তু সব কিছু গোপন রেখে কোয়ালিফাই করেছে, পরে ইন্টারভিউ, কম্পিউটার টেস্টও নিয়েছে। এরপর চাকরি দিয়েছেন। ৫ বছর চাকরি করার পর এখন বলছে সব ভুল। এটা মানা সম্ভব নয়।