দোলের সন্ধ্যায় ভাঙড়ে তৃণমূল নেতাকে গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম আনসার মোল্লা।
তিনি বেঁওতা গাজি পাড়ার বাসিন্দা। এলাকার কয়েকজন যুবককে সন্দেহ করা হলেও কী কারণে এভাবে প্রকাশ্যে গুলি চালানো হল তা বুঝে উঠতে পারছেন না তাঁর পরিবারও। চিৎকার শুনে ছুটে যান স্থানীয়রা। দেখেন রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মী পড়ে রয়েছেন রাস্তায়। তাঁরাই উদ্ধার করে নিয়ে যান কলকাতার আরজিকর হাসপাতালে।ব্যক্তিগত শত্রুতার কারণে গুলি কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনায় বেশ কয়েকজনকে সন্দেহ করছে আহত ব্যক্তির পরিবার। জানা গিয়েছে, ঘটনার পর থেকে পলাতক নুর মোহম্মদ মোল্লা এবং তুষার মোল্লা নামে দুই ব্যক্তি।