!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeSportsভারতকে চ্যাম্পিয়ন করে সেরা শ্রেয়াস

    ভারতকে চ্যাম্পিয়ন করে সেরা শ্রেয়াস

    Published on

    সাম্প্রতিক খবর

    আইসিসির মাসসেরার পুরস্কারটা ঘরেই থাকল। মার্চ মাসের ছেলেদের পুরস্কারটা জিতেছেন শ্রেয়াস আইয়ার আর মেয়েদের জর্জিয়া ভল।

    নিজের নিজের বিভাগে দুজনের আগের মাসে এই পুরস্কার জিতেছেন ভারতের শুবমান গিল ও অস্ট্রেলিয়ার অ্যালান কিং।ছ’ মাস পর জাতীয় দলে ফেরার পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন শ্রেয়াস।ওয়ানডের শেষ আট ইনিংসের মধ্যে ৭টিতেই চল্লিশর্ধ্বো ইনিংস খেলেছেন ভারতীয় ব্যাটসম্যান। যার মধ্যে মার্চ মাসের তিন ইনিংস হচ্ছে যথাক্রমে,৭৯, ৪৫ ও ৪৮। এমন দুর্দান্ত ছন্দে ব্যাটিং করেই চ্যাম্পিয়নস ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ ২৪৩ রান করেই ভারতের চ্যাম্পিয়ন হওয়াতে অনবদ্য অবদান রাখেন মিডল অর্ডার ব্যাটসম্যান। তারই স্বীকৃতি স্বরূপ মার্চ মাসের সেরা হয়েছেন তিনি।পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার জ্যাকব ডাফি ও রাচিন বরীন্দ্রকে।দুর্দান্ত ছন্দটা আইপিএলেও ধরে রেখেছেন শ্রেয়াস। শুরু থেকে যথাক্রমে অপরাজিত ৯৭, অপরাজিত ৫২, ১০, ৯ ও ৮২, পাঞ্জাব কিংসের অধিনায়কের ইনিংসগুলোই তার প্রমাণ। আইসিসির পুরস্কার পেয়ে খুশি হয়েছেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান, আইসিসির মার্চ মাসের সেরার পুরস্কার পেয়ে সত্যিই সম্মানিত।এদিকে টানা দ্বিতীয়বার ভারতের মাসসেরার পুরস্কারের বিপরীতে টানা চতুর্থবার পেয়েছেন অস্ট্রেলিয়া। মহিলা ক্রিকেটে শেষ চার মাসেই অস্ট্রেলিয়ার কোনো না কোনো ক্রিকেটারই এই পুরস্কার পেয়েছেন। মার্চ মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৫০, ৩৬ ও ৭৫ রানের ইনিংস খেলে এবার জিতেছেন জর্জিয়া।

    পুরস্কার জিততে পেছনে জর্জিয়া ফেলেছেন জাতীয় দলের সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ড ও আমেরিকার চেতনা প্রসাদকে। ২১ বছর বয়সী ব্যাটসম্যানের আগের তিন মাসের সেরা মহিলা ক্রিকেটার ছিলেন সাদারল্যান্ড, বেথ মুনি এবং কিং।

    Your ad here

    আরো খবর