গত এক দশক ধরেই ভারত-চিন সম্পর্কের পরিস্থিতি কঠিন। ভারতকে ধাক্কা দিয়ে সরানো যাবে না। ক্যালিফর্নিযার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনাসভায় এই কথাই বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাৎপর্যপূর্ণভাবে সীমান্তে চিনা ফৌজের দখলদারির জন্য মোদী সরকারের দিকে এক বারের জন্যও অভিযোগের আঙুল তোলেননি কংগ্রেসের প্রাক্তন সাংসদ।
অতীতে একাধিকবার মোদীর চিন নীতি নিয়ে কড়া সমালোচনা করেছিলেন রাহুল গান্ধী। কিন্তু আমেরিকা সফরে গিয়ে অবশ্য কূটনৈতিক ঐতিহ্য মেনেই চিন নিয়ে মোদী সরকারকে নিশানা করেননি রাহুল গান্ধী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, চিন ভারতের বেশ কিছু এলাকা দখল করে রেখেছে। তাই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া কঠিন। অন্যদিকে, তিনি বলেছেন, মোদী পদবি নিযে অবমাননাকর মন্তব্যের জেরে মানহানি মামলায় সর্বোচ্চ শাস্তি পেয়েছেন তিনিই। তাঁর সাংসদ পদ খারিজ হবে তা তিনি ভাবতেই পারেননি।