২০২২-২৩ অর্থবর্ষে ভারতের জিডিপি-র হার ৬.৯ শতাংশ বৃদ্ধি পাবে। এমনটাই জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক।
ওয়ার্ল্ড ব্যাঙ্কস ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেট’-এ বিশ্ব ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে নিজস্ব স্থিতি বজায় রাখতে পেরেছে ভারতের অর্থনীতি। সেই সঙ্গে চলতি আর্থিক বর্ষের দ্বিতীয়ার্ধে প্রত্যাশার তুলনায় আর্থিক ফল ভাল হয়েছে। আর এই দুইয়ের কারণেই জিডিপি-র প্রস্তাবিত হার বৃদ্ধি করেছে বিশ্ব ব্যাঙ্ক। বিশ্ব ব্যাঙ্ক আরও জানিয়েছে, রাজস্ব ঘাটতি পূরণে কেন্দ্রীয় সরকার জিডিপি-র যে ৬.৪ শতাংশের লক্ষ্যমাত্রা ধার্য করেছে, তা সম্ভব হবে। এছাড়াও ২০২২-২৩ অর্থবর্ষে দেশের মুদ্রাস্ফীতির হার ৭.১ শতাংশ থাকবে। যা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত মুদ্রাস্ফীতির ঊর্ধ্বসীমা ৬ শতাংশের বেশি।