ভারত যখন শান্তি ও কূটনীতির কথা বলে তখন সারা বিশ্ব শোনে। রাশিয়ায় প্রবাসী ভারতীয়দের সামনে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, যখন সমগ্র বিশ্ব সংকটের মুখোমুখি হয়, তখন ভারতই প্রথম সাহায্যের প্রস্তাব দেয়। করোনা আবহ থেকে শুরু করে বিশ্বের একাধিক দেশের সমস্যায় সবার আগে এগিয়ে এসেছে ভারতই। তিনি বলেছেন, ২০১৪ সালের আগে হতাশায় ডুবে গিয়েছিল দেশ। কিন্তু বর্তমানে দেশটি আত্মবিশ্বাসে পূর্ণ। তাঁর কথায় উঠে এসেছে টি-২০ বিশ্বকাপে জয়ের বিষয়টিও। ভারতের আজকের যুবকরা শেষ মুহূর্ত পর্যন্ত হার মানে না। যুব সমাজের এই আত্মবিশ্বাসই ভারতের আসল মূলধন। এই যুব শক্তিই একবিংশ শতাব্দীতে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ভারতের নতুন গতি বিশ্ব উন্নয়নের একটি নতুন অধ্যায় লিখবে। জলবায়ু পরিবর্তন, প্রতিক্ষেত্রে চ্যালেঞ্জে ভারত এগিয়ে থাকবে।