বাণিজ্য ও জ্বালানি-সহ বিভিন্ন ক্ষেত্রের চুক্তিগুলি ভারত-নেপাল অংশীদারিত্বকে সুপার হিট করবে। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহলের সঙ্গে ভারত-নেপাল সীমান্ত বরাবর উত্তরপ্রদেশের প্রথম স্থল বন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তার আগে দিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারত এবং নেপালের প্রধানমন্ত্রী।
শক্তি, যোগাযোগ, বাণিজ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে, ভারত ও নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন দুই প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাণিজ্য ও জ্বালানি-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুই পক্ষের মধ্যে সাতটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভবিষ্যতে দুই দেশের অংশীদারিত্বকে সুপার হিট করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তাঁরা দুই দেশের সম্পর্ককে হিমালয়ের উচ্চতায় নিয়ে যেতে চান। সেই চেতনাতেই তাঁরা সীমান্ত সম্পর্কিত-সহ সমস্ত সমস্যার সমাধান করবেন। দুই দেশের সাংস্কৃতিকে আরও জোরদার করতে নেপালের প্রধানমন্ত্রী এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন, রামায়ণ সার্কিট সম্পর্কিত প্রকল্পগুলির কাজে দ্রুততা আনা হবে।