ভূতের রাজার বরে ২ হাজার টাকা নিমেষে হয়ে গেল ৪ টে ৫০০ টাকা। জামাইষ্ঠীতে বাঘাযতীন বাজারে স্বয়ংভূতই শ্বশুরমশাইয়ের চিন্তা দূর করে দিচ্ছে।
তবে এ ভূত তেনারা নন, রক্তমাংসের মানুষ। অক্টোবরেই বাতিল হয়ে যাচ্ছে ২ হাজার টাকার নোট। ইতিমধ্যে ব্যাঙ্কে গিয়ে ২ হাজারের নোট বদলানো শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ভুত সেজে মানুষের মুশকিল আসান করতে অভিনব উদ্যোগ নিয়েছে ভূতের রাজা দিল বর রেস্ট্রুরেন্ট। এজন্য ট্যাগ লাইনও দিয়েছে তারা। তাতে লেখা রয়েছে ভূতের রাজা দিল বর ২ হাজারের খুচরো নিয়ে জামাই ষষ্ঠীর বাজার কর।এদিকে জামাই ষষ্ঠীর বাজার করতে গিয়ে হাত পুড়েছে সাধারণের। মাছ থেকে মাংস, ফুল থেকে সব্জি সবই ছিল আকাশছোঁয়া দাম।