ভোটকে কেন্দ্র করে এত খুন দুর্ভাগ্যজনক। কলকাতায় পৌঁছে এমনই মন্তব্য করেছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য রবিশঙ্করপ্রসাদ। রবিশঙ্করপ্রসাদের নেতৃত্বে এই দলে রয়েছেন ৪ সাংসদ।
লোকসভার সাংসদ তথা প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনার সত্যপাল সিং, সাংসদ রেখা বর্মা, রাজ্যসভার সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রিজলাল এবং অসমের বিজেপি সাংসদ রাজদীপ রায়। রবিশঙ্কর প্রসাদ বলেছেন ভোট ঘিরে এত সংঘর্ষ, এত মৃত্যু, বোমা, গুলি গণতন্ত্রে এটা তো কাম্য নয়। তিনি আরও বলেছেন ভোট সন্ত্রাসবিধ্বস্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন। নির্যাতিতদের পরিবারের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করবেন। সেই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমা দেবেন।