পঞ্চায়েত ভোটে হারের ভয়ে আটকে রাখা হয়েছে বলে নওশাদ সিদ্দিকির অভিযোগের পরেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এরইমধ্যে বারুইপুর আদালত নওশাদকে ৬ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
এই প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য রাজনীতি করতে হলে ময়দানে নেমে করতে হবে। তিনি আরও বলেছেন বামেদের সঙ্গে জোট করে মাত্র একটা সিট পেয়েছে তাকে নিয়ে তৃণমূলের ভাবার সময় নেই। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য পুলিশ যা করছে তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই করছে। তাঁর অভিযোগ নওশাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে অথচ তৃণমূল নেতা আরাবুলকে গ্রেফতার না করে নওশাদকে করা হয়েছে।