ডায়মণ্ডহারবার সহ ৪ কেন্দ্রের বিজেপি প্রার্থীদের নিয়ে সাংবাদিক বৈঠক করে কিভাবে তৃণমূল ভোট লুঠ করেছে জনসমক্ষে আনবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বিষয়টি নিয়ে মামলা করেছেন বলে জানিয়েছেন। আগামী সপ্তাহে এর শুনানি রয়েছে বলে জানিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে বলেছেন এর শেষ দেখে ছাড়বেন। তিনি আরও বলেছেন ভোটের ফলপ্রকাশের পর থেকে ডায়মণ্ডহারবার, জয়নগর, যাদবপুর কেন্দ্রের অন্তত হাজার বিজেপি কর্মী সমর্থকরা ঘরছাড়া। তিনি আরও বলেছেন বিজেপি যেখানে প্রতিরোধ করেছে সেখানেই আক্রান্তের সংখ্যা বেড়েছে। বিজেপি কর্মীদের বাড়ির জল, ইলেকট্রিকের লাইন কেটে দেওয়া হয়েছে।