এফডি ব্লকে পুজো উদ্বোধনে গিয়ে ভ্যাটের দুর্গন্ধে মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পরের দিনও একই ছবি সল্টলেকজুড়ে। বিধাননগরের বিভিন্ন জায়গায় যত্রতত্র ছড়িয়ে রয়েছে আবর্জনা।
এবিষয়ে বিধাননগর কর্পোরেশন মেয়র কৃষ্ণা চক্রবর্তী নিজেই দায় নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি রাস্তায় যেতে যেতে কোথায় জল জমে আছে, কোথায় ময়লা পরিষ্কার হচ্ছে না, কোন পোস্টে লাইট জ্বলছে না তা নিয়ে বরাবরই সজাগ, এবারও তাই করেছেন। ঘটনার দায় স্বীকার করে অবস্থা বদলের প্রতিশ্রুতি দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন মুখ্যমন্ত্রী তো একদিন গন্ধ পেয়েছেন, কিন্তু যারা সল্টলেকে থাকেন তারা রোজই দুর্গন্ধ সহ্য করেন। এতদিনে মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন তাঁর দলের নেতারা কোনও কাজ করছেন না।