Wednesday, September 27, 2023
জাতীয় সংবাদমণিপুরে বৈঠকে শাহ, শান্তিস্থাপনে প্রয়াস   

মণিপুরে বৈঠকে শাহ, শান্তিস্থাপনে প্রয়াস   

অশান্ত মণিপুরে শান্তি ফেরাতে বিভিন্ন জনগোষ্ঠী, সুশীল সমাজ, মহিলা প্রতিনিধি ও বিধায়কদের সঙ্গে বৈঠক দফায় দফায় বৈঠকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে মঙ্গলবার সংঘর্ষে উত্তপ্ত চূড়াচাঁদপুরেও গিয়েছেন অমিত শাহ।
সোমবার রাতে ইম্ফলে পৌঁছেই রাজ্যে শান্তি স্থাপনে মুখ্যমন্ত্রী বীরেন সিং এবং কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাও। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করে জানিয়েছেন, বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে সফল আলোচনা হয়েছে। তাঁরা সকলেই শান্তি স্থাপনের বিষয়ে দায়বদ্ধ থাকবেন বলে জানিয়েছেন। সরকার ও তাঁরা উভয়ে মিলে যৌথ প্রচেষ্টায় রাজ্যে সুস্থিতি ও শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে সহমত হয়েছেন। কিন্তু, মণিপুরে সাম্প্রতিক পরিস্থিতির জন্য কেন্দ্র এবং বিজেপি সরকারকেই কাঠগড়ায় তুলেছে কংগ্রেস।অন্যদিকে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেছেন, মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। তবে মণিপুরের সমস্যার নেপথ্যে জঙ্গি বা সন্ত্রাসবাদী যুক্ত নেই। এটা পুরোপুরি দুই জনগোষ্ঠীর মধ্যে লড়াই। ইতিমধ্যেই মণিপুরে সংঘর্ষে ৭৫ জনের বেশি নিহত হয়েছেন। ঘরছাড়া অনেকে।

More News

মণিপুরে নিখোঁজ ২ মেইতেই পড়ুয়ার দেহ উদ্ধার

0
অশান্ত মণিপুরের পাহাড়ি জঙ্গল থেকে ২ মেইতেই পড়ুয়ার দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। জঙ্গলে দু’জনের দেহ...

সংরক্ষণ নিয়ে কাশ্মীরে সতর্ক শাহ

0
সংরক্ষণের সিদ্ধান্তকে ঘিরে মণিপুরের মতো জম্মু-কাশ্মীরের পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় তা নিয়ে সতর্ক কেন্দ্রীয়...

 এক ভোট : দল – সাংসদের মতামত জানবে কমিটি

0
প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এক দেশ, এক ভোট নিয়ে প্রথম বৈঠক সম্পন্ন হয়েছে দিল্লিতে।...