Wednesday, September 27, 2023
Top Newsমন্তব্যের ভুল ব্যাখা হয়েছে,দাবি প্রেরণার

মন্তব্যের ভুল ব্যাখা হয়েছে,দাবি প্রেরণার

মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসে এমনটাই দাবি করেছে উচ্চমাধ্যমিকে চতুর্থ প্রেরণা দাস। উচ্চমাধ্যমিকে ফলপ্রকাশের পরে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে নিজের হতাশা চেপে রাখতে পারেননি প্রেরণা। নবারুণ ভট্টাচার্যের লেখা এই মৃত্যু উপত্যকা আমার দেশ না।

কবিতার প্রসঙ্গ টেনে সেদিন প্রেরণা বলেছিলেন এই দুর্নীতিযুক্ত রাজ্য তাঁর রাজ্য হতে পারে না। তাঁর এই বক্তব্য নোটমাধ্যমে ভাইরাল হয়। বৃহস্পতিবার বিশ্ববাংলা প্রাঙ্গণে কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেরণা বলেছেন একটা আশঙ্কা তো থাকছেই, সেটা তো অমূলক নয়। তবে বিদেশে যাওয়ার সুযোগ পেলে যাবেন। তবে এখানে সেরকম পরিবেশ থাকে তবে এখানেই থাকবেন।

More News