তাঁর মন বিনয় ও কৃতজ্ঞতায় ভরে গিয়েছে। বিজেপি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি নরেন্দ্র মোদী সরকার ৯ বছর পূর্ণ করেছে।এই উপলক্ষ্যে দেশজুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি।
এরমধ্যে মঙ্গলবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপি সরকার জাতির সেবায় ৯ বছর পূর্ণ করেছে। তাঁর মন বিনয় ও কৃতজ্ঞতায় ভরে গিয়েছে। এই সরকারের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ, মানুষের জীবনকে আরও উন্নত করার জন্য নেওয়া হয়েছে। উন্নত ভারত গড়তে তাঁরা আরও কঠোর পরিশ্রম করে যাবেন।উল্লেখ্য, নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের জন্যে দেশে বিগত বছরগুলিতে পিএম কিষাণ, গরিব কল্যাণ, আয়ুষ্মান ভারতের মতো একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। জনসংযোগের মাধ্যমে সেই সব প্রকল্পের কথা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই লক্ষ্য বিজেপির।