কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের মধ্যে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতর নবান্নে পূর্বাঞ্চলীয় বৈঠকে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার নবান্ন সভাগৃহে বৈঠকে যোগ দিতে এসে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের অন্য তিন বিজেপি বিরোধী রাজ্য বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডের প্রতিনিধিদের মুখোমুখি হয়েছিলেন অমিত শাহ।
সেখানেই বিএসএফ সংক্রান্ত আলোচনায় সীমান্ত সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। গত বছর অক্টোবরে বিএসএফের এক্তিয়ারে থাকা এলাকার পরিমাণ বাড়ানোর পর সংঘাত তৈরি হয়। সেই প্রসঙ্গে শনিবার অমিত শাহ বলেছেন সীমান্ত নিরাপত্তার দায়িত্ব যতটা থাকবে বিএসএফের ওপর, ঠিক ততটা রাজ্যের হাতেও রয়েছে। এছাড়া এক দেশ এক পুলিশ, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা সহ একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে। বৈঠকে যোগ দেননি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে তাদের প্রতিনিধিরা ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের মন্ত্রিসভার প্রতিনিধিরা। অমিত শাহ-র সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। ওই বৈঠকেই ১০০ দিনের কাজের টাকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ডিভিসির জল ছাড়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।