মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের দেবতা মন্তব্যে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে । রাজ্যের একের পর এক দুর্নীতিতে তৃণমূলের নেতাদের নাম জড়িয়ে পড়ছে।
এই পরিস্থিতিতে এক অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন মন্দিরে পুরোহিত চোর হতে পারে কিন্তু দেবতা নয়। দেবতা বলতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই বুঝিযেেন। আর শোভনদেবর এই মন্তব্যে রাজ্য বিজেপির সভাপতি তৃণমূলকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন যারা ভণ্ড পুরোহিত তাঁরা আবার মেকি দেবতা তৈরি করে টাকা তোলেন। এক্ষেত্রে সেটাই হয়েছে। শোভনদেবের মন্তব্যে বিতর্ক শুরু হতেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাফাই দিতে গিয়ে বলেছেন ব্যক্তিগতভাবে কেউ অপরাধ করলে তার দায় সরকারের মাথার ওপর বর্তায় না। শোভনদেব চট্টোপাধ্যায় সেটাই বুঝিয়েছেন। এদিকে সাংসদ রত্ন পাওয়ায় বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে রাজ্য বিজেপির তরফে।