মহেশতলায় যুবকের মৃত্যুর ঘটনার পুনর্নির্মাণ করতে মঙ্গলবার সকালে বাটা মোড়ের ওই আবাসনে গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। এবার প্রাপ্ত বয়স্ক মানুষের মত সাজিয়ে জামাকাপড় পরিয়ে পুতুলের মাধ্যমেই সে দিনের ঘটনাপ্রবাহ নতুন করে সাজানো হয়েছে।
মহেশতলার বাটা মোড়ের যে আবাসনের পাঁচতলার ছাদ থেকে যুবক মরণঝাঁপ দিয়েছিলেন, সেখানে পুতুলটিকে নিয়ে গিয়ে সেখান থেকে পুতুলটিকে উপর থেকে নীচে ফেলে দেখা হয়েছে। যা করে রহস্যের সমাধানসূত্র খুঁজছেন তদন্তকারীরা। মহেশতলার বাটার মোড় এলাকার ইডেন এপার্টমেন্ট-র পাঁচতলার ছাদ থেকে রণঝাঁপ দিয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল মহেশতলায়। খবর পেয়ে আবাসিকরা ছুটে এসে দেখেন ফ্ল্যাটের সামনে এক যুবক রক্তাক্ত অবস্থায় লুটিয়ে রয়েছেন। খবর দেওয়া হয় পুলিশে। মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।