মাদক চক্র ধ্বংস করা কেবল কেন্দ্রের নয়, মানুষের লড়াই। এমনই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বেঙ্গালুরুতে তাঁরই তত্ত্বাবধানে নষ্ট করা হয়েছে ৯ হাজার ২৯৮ কেজি মাদক।
যার মূল্য ১ হাজার ২৪৫ কোটি টাকা। এরপরেই অমিত শাহ বলেছেন, কমপক্ষে ৬০-৭০ শতাংশ মাদক পাচার হয় সমুদ্রপথে। তা পাকিস্তান হয়ে ইরান পৌঁছয়। তারপর সেখান থেকে শ্রীলঙ্কা ও আফ্রিকায় পাচার হয়। এই পাচার রুখতে আগাগোড়া নজরদারি চালিয়ে যেতে হবে। কোনও বড় চক্র ধরা পড়লে কড়া তদন্ত করে দেখতে হবে। আবার কোনও মাদকাসক্ত ধরা পড়লেও সে কোথা থেকে ওই মাদক পেয়েছে তাও জানতে হবে। মাদক পাচার রুখতে কেবল কেন্দ্র নয়, রাজ্য, সমাজ এমনকী প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে।