চিংড়িহাটায় দুর্ঘটনায় শহরে মাদকের বাড়বাড়ন্তকেই দাযী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে গিয়েছিলেন। সেখানে চিংড়িহাটায় দুর্ঘটনায় জখমদের চিকিৎসা চলছে।
তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। এরপরেই দুর্ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী জানিয়েছেন একজন ড্রাগ অ্যাডিক্টেড ছেলে উল্টোপাল্টাভাবে গাড়ি চালিয়ে ৭-৮ জনকে ধাক্কা মেরেছে। এজন্য পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন। আহতদের চিকিৎসার সবরকম বন্দ্যোবস্ত করার পাশাপাশি গুরুতর জখমদের ১ লাখ টাকা এবং সামান্য জখমদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এর আগে মাদকের বাড়বাড়ন্তের জন্য কলকাতায় সমস্ত হুক্কা বার বন্ধ করে দেওয়া হয়েছে। এবার দুর্ঘটনাতেও সেই মাদকের বাড়বাড়ন্তকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী।