পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের পর এবার মানিক ভট্টাচার্যকেও শুনতে হল চোর স্লোগান। স্বাস্থ্য পরীক্ষার পর আদালত চত্বরে পৌঁছতে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ঘিরে চোর চোর স্লোগান উঠেছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে দেখানো হয় জুতোও। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগে টানা জেরার পর সোমবার গভীর রাতে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। এরপর মঙ্গলবার জোকা ইএসআইতে প্রায ২ ঘণ্টা মেডিক্যাল চেকআপের পর ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যাওয়া হয় মানিককে। সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান আদালত চত্বরে উপস্থিত মানুষজন। তাঁদের সঙ্গে যোগ দেন বিজেপি নেতা-কর্মীরা। বিজেপি নেতা সজল ঘোষ, নেত্রী ভারতী ঘোষ, প্রিয়াঙ্কা টিবরেওয়ালরা বলেছেন মানুষের ধৈর্যের বাধ ভেঙে গিয়েছে। এদিকে মানিক ভট্টাচার্য গ্রেফতার হতেই বাঁকুড়ায় পথচারীদের মিষ্টি বিলি করেছে বিজেপি।