Monday, September 25, 2023
Top Newsমানিক : সেটিংয়ের প্রশ্নের মুখে সিবিআই 

মানিক : সেটিংয়ের প্রশ্নের মুখে সিবিআই 

সিবিআইয়ের বুদ্ধিতেই কি প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টচার্য সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ নিয়ে এসেছেন। ভরা আদালতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির জেরায় রীতিমতো জেরবার সিবিআইয়ের আইনজীবী।

সোমবার কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় কেন মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই, জানতে চেয়েছেন বিচারপতি। সোমবার আদালতে সিবিআইয়ের আইনজীবী এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ নামার উল্লেখ করলে কার্যত তোপের মুখে পড়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছেন তিনি নির্দেশ দিয়েছিলেন জেরা করার, গ্রেফতার নয়, তা সত্ত্বেও কেন জেরা করা হয়নি। এরপরই বিচারপতির প্রশ্ন মানিক ভট্টচার্যকে নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ২০২২-সালের। এক বছর বাদেও সেই নির্দেশকে কেন চ্যালেঞ্জ জানালো না সিবিআই। এর  পরেই  বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছেন সিবিআইয়ের সঙ্গে তৃণমূলের বিধায়ক এবং প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টচার্যের কোনও বোঝাপড়া হয়েছিল কিনা। এখানেই শেষ নয় তারপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের আইনজীবীর কাছে মজা করে জানতে চেয়েছেন লোকসভা ভোটের পর মানিককে গ্রেফতার করা হবে কিনা তা নিয়েও। এদিন আদালতে সিবিআই জানায় ইতিমধ্যেই প্রাথমিক নিয়োগ মামলায় মানিক ভট্টচার্য়কে পাঁচবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আদালতের নির্দেশে দু’বার ভিডিও রেকর্ডিং হয়েছে। আর বাকি তিনবারের নেই। এমনকি সিবিআইয়ের প্রশ্নের উত্তরে মানিক ভট্টাচার্য কি বলেছেন এমন বয়ানে সিবিআই কোনও সই দেখাতে পারেনি।

More News

অভিষেকের কোম্পানির সম্পত্তিতে সন্দিহান কোর্ট

0
লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ডিরেক্টরদের সম্পত্তির হিসেবে সন্দিহান বিচারপতি অমৃতা সিনহা সিবিআই...

সুপ্রিম কোর্টে রিপোর্ট মণিপুর সরকারের

0
হিংসা বিধ্বস্ত মণিপুরে কত পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে তা সুপ্রিম কোর্টে রিপোর্ট দাখিল করে জানিয়েছে...

ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থার কর্তাকে জেরা

0
নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট তৈরি এবং মূল্যায়নকারী সংস্থার কর্তা কৌশিক মাজিকে জেরা করেছে সিবিআই।...