বীরভুমে পাথর ব্যবসায়ী বছর তেতত্রিশের তাপস দাস-কে গুলি করে খুনের অভিযোগ উঠেছে মাফিয়াদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ অবস্থায় পাথর ব্যবসায়ীকে উদ্ধার করেছে তাঁর পরিবারের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে মহম্মদবাজার থানার সেরেন্ডা গ্রামে। সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ প্রতিদিনের মতন দোকান থেকে নিজের বাইকে চেপে বাড়ি ফিরছিল। সেই সময় দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। সেরেন্ডা গ্রামের কাছে আকটি বটতলার পাশে তাঁকে পড়ে থাকতে দেখে তাঁর বাড়িতে খবর দেয় এক গ্রামবাসী। এরপরই ওই ব্যবসায়ীকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে তাঁর মৃত্যু হয়। ব্যবসায়ীর পেটে একটি ও ঘাড়ে দু’টি গুলির চিহ্ন আছে। মৃত ব্যবসায়ীর ভাই রাজু দাস দাবি করেছেন দাদার কোনও শত্রু ছিল না। কেন খুন করা হল বুঝতে পারছেন না। তবে এর পিছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র নেই। পুলিশ তার তদন্তে নেমেছে। মহম্মদবাজারের কেন্দ্রসরাল গ্রামের বাসিন্দা তাপস দাস। গ্রামেই তাঁর হার্ডওয়্যারের ব্যবসা ছিল। পরিশ্রম করে গত কয়েক বছরে পাথর খাদান, জীবন বিমার এজেন্ট হিসাবে ফুলে ফেঁপে উঠেছিল।