রাজ্যপালের বাংলা শেখার দিনেই তাঁর মালায়ালাম শেখার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজভবনের অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাঁকে শ্লেট দিলে তিনিও মালায়ালাম ভাষায় অ, আ লিখে দিতে পারেন। কারণ তিনি ইতিমধ্যেই মালায়ালাম শেখা শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলা ভাষায় কথা বলেন এমন মানুষের সংখ্যা এশিয়ার মধ্যে দ্বিতীয়। আর সারা পৃথিবীতে পঞ্চম। তিনি আরও বলেছেন ভারতের বৈচিত্রের মধ্যে অন্যতম ভাষাও। বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষার প্রচলন রয়েছে। মাত ভাষার পাশাপাশি অন্য ভাষা শেখায় তাঁর আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।