নির্বাচনী বিধিভঙ্গের কারণে দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় এবং বসিরহাটের হাজি নুরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে বিজেপি। অভিযোগ, ২০১৪ সাল পর্যন্ত এমপি থাকা হাজি নুরুল সরকারি পদে থাকার কারণে নো ডিউজ সার্টিফিকেট মনোনয়নের সঙ্গে জমা করেননি।
ঠিক যে কারণে বিজেপির বীরভূমের প্রার্থী দেবাশিষ ধরের প্রার্থীপদ বাতিল হয়েছে।সেই একই কারণ দেখিয়ে হাজি নুরুলের মনোনয়ন বাতিলের জন্য নির্বাচন কমিশণের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। একইসঙ্গে দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় কলকাতা পুরসভার চেয়ারম্যান পদে কর্মরত রয়েছেন। যা আইন অনুযায়ী অফিস অফ প্রফিটের পরিপন্থী বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, দুটি ক্ষেত্রেই দেশের আইন লঙ্ঘন করেছেন তৃণমূলের প্রার্থীরা। এই যুক্তিতে রাজ্য নির্বাচন আধিকারিকের কাছেও তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থীর প্রার্থিপদ বাতিলের দাবি জানানো হয়েছে।