সাইবার আক্রমণের শিকার ভুক্তভোগীরা মুক্তিপণ দিতে রাজী না হওয়ায় ২০২২ সালে বিভিন্ন হ্যাকার দলের আয় ৪০ শতাংশ পর্যন্ত কমেছে বলে উঠে এসেছে গবেষণায়। সফটওয়্যার কোম্পানি চেইনালিসিসএর ক্রিপ্টোমুদ্রা বিশেষজ্ঞরা বলছেন, ২০২২ সালে মুক্তিপণ ভিত্তিক হ্যাকার দলগুলোর আয় হয়েছে ৪৫ কোটি ৭০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৩১ কোটি ১০ লাখ ডলার কমে গেছে।এর প্রকৃত সংখ্যা সম্ভবত আরও বেশি। তবে, তুলনামূলক কম ভুক্তভোগীর অর্থ প্রদানের বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা সহমত পোষণ করেছেন।
তবে, সাইবার অপরাধীদের আয় কমলেও আক্রমণের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক কোম্পানি, সরকারী সংস্থা, স্কুল এমনকি হাসপাতালও নিয়মিত হ্যাকারদের সাইবার আক্রমণের শিকার হচ্ছে। তারা শিকার আইটি সিস্টেমের কর্মীদের প্রবেশাধিকার বন্ধ করে বিটকয়েনের মতো ক্রিপ্টোমুদ্রায় মুক্তিপণ দাবি করে থাকে।অনেক সময় হ্যাকাররা চুরি করা ডেটা প্রকাশ বা বিক্রির হুমকিও দিয়ে থাকে। এমন সাইবার আক্রমণের সাম্প্রতিক হাই-প্রোফাইল শিকারের মধ্যে আছে ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান,কুরিয়ার কোম্পানি,রয়্যাল মেল ও কানাডার শিশুদের হাসপাতাল,সিক কিডস।খবর অনুযায়ী, মুক্তিপণ দাবি করা অনেক হ্যাকারের ঠিকানাই রাশিয়া। তবে, বিষয়টি নাকচ করেছেন রাশিয়ার কর্তারা।