মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে আশায় বুক বেধেছে রাজ্য। ডিসেম্বরের ৫ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। ওই দিন একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করতে পারেন মুখ্যমন্ত্রী।
তাই নতুন আশা দেখছে গ্রাম বাংলার মানুষজন। ১০০ দিনের বকেয়া তো রয়েছে, পাশাপাশি চলতি আর্থিক বছরে ৩২ কোটিরও বেশি শ্রমদিবসের সৃষ্টির বিষয়ে রাজ্যের আর্জি মঞ্জুর হয়নি। এখনও ৩ দফায় রাজ্যে টাকা এসেছে ঠিকই। দুই আবাস যোজনা এবং জিএসটি বাবদ টাকা পাঠিয়েছে কেন্দ্র। কিন্তু ২০২১-র ২৬ ডিসেম্বর থেকে ১০০ দিনের কাজে বরাদ্দ টাকা আটকেই রয়েছে। তাই ৫ ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সেই জট খুলবে কিনা, আপাতত সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।