নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাতে জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, প্রায় ১৫ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
তবে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, বিকেল ৪টে নাগাদ নবান্নে আসেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট। এরপর ১৪ তলায় মুখ্যমন্ত্রীর ঘরে যান তিনি। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা হয় তাঁর। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্যই নবান্নে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন বছরে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর কোনও সাক্ষাৎ হয়নি। তাই মুখ্যমন্ত্রীকে নতুন বছরের শুভেচ্ছা জানাতেই নবান্নে এসেছিলেন তিনি। তাঁকে পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রীও। এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তৎকালীল বিসিসিআই প্রেসিডেন্ট ।