Sunday, March 26, 2023
জাতীয় সংবাদমুম্বই বিমানবন্দরে ২৮কোটির মাদক-সহ ধৃত ১

মুম্বই বিমানবন্দরে ২৮কোটির মাদক-সহ ধৃত ১

২৮ কোটি টাকার কোকেন-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে মুম্বই বিমানবন্দরে। জানা গিয়েছে,  একটি ব্যাগের নীচে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ওই মাদক।
যাত্রীর কাছ থেকে প্রায় ৩ কেজি মাদক উদ্ধার করেছেন আবগারি দফতরের আধিকারিকরা।সূত্রে খবর, যে ব্যাগে করে কোকেন নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ব্যাগে বেশ কয়েকটি স্তর বানানো হয়েছিল। তার নীচে এমন ভাবে লুকিয়ে ওই কোকেন নিয়ে যাওয়া হচ্ছিল যে, কারও পক্ষে সন্দেহ করা সম্ভব ছিল না। কিন্তু আবগারি দফতরের আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়েছিলেন কোকেন পাচার হচ্ছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়ার পর ওই যাত্রী দাবি করেছেন, তাঁকে ফাঁসানো হয়েছে।

More News

সুহানার সঙ্গে বিমানবন্দরে কাণ্ড 

0
তারকাকে কাছে পেলেই ফ্যান ফলোয়াররা ছুটে যান সেলফি তুলতে। কোনো তারকা বিষয়টিকে ভালোভাবেই নেন। আবার কেউ...

মুম্বইয়ে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৮০০ ঝুপড়ি

0
মুম্বইয়ের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ৮০০ টি ঝুপড়ি। পাশাপাশি মৃত্যু হয়েছে একজনের। মালাদে...

মুম্বই হামলার বিচারে আন্তরিকতা দেখায়নি পাকিস্তান

0
২৬/১১ মুম্বই হামলার ন্যায় বিচারে আন্তরিকতা এখনও দেখায়নি পাকিস্তান। এমনটাই জানিয়েছে বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে,...