ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল। এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেছেন কংগ্রেস নেতা। সেখানে বিজেপির মেরুকরণের রাজনীতির সূত্র ধরে একটি প্রশ্নে উঠে আসে কেরলে কংগ্রেসর নেতৃত্বাধীন ইউডিএফ জোটের শরিক আইইউএমএল-এর প্রসঙ্গ। একটি প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেছেন, মুসলিম লিগ একটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল। মুসলিম লিগের কার্যকলাপ ধর্মনিরপেক্ষ। তিনি মনে করেন, যিনি প্রশ্নটি করেছেন মুসলিম লিগ সম্পর্কে তেমন পড়াশোনা করে আসেননি।এদিকে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগকে ধর্মনিরপেক্ষ বলায় রাহুল গান্ধীকে নিশানা করেছে বিজেপি।বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্যে কে টুইট বার্তায় বলেছেন, ভারত ভাগের জন্য দায়ী মহম্মদ আলি জিন্নার দল মুসলিম লিগকে ধর্মনিরপেক্ষ বলেছেন রাহুল গান্ধী। আসলে ওয়েনাড়ে ভোটে জেতার বাধ্যবাধকতাই তাঁর এমন মন্তব্যের কারণ।