করমণ্ডল বিপর্যয়ে মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বালেশ্বরে দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে মৃতের সংখ্যা নিয়ে মতানৈক্য প্রত্যক্ষ করেছে সবাই। তিনি রেলকে আরও যত্নশীল হতে বলেছেন। এখানেই থেমে থাকেন নি মুখ্যমন্ত্রী। এত মানুষের কিভাবে মৃত্যু হয়েছে তার যথাযথ তদন্ত করা প্রয়োজন বলে জানিয়েছেন। অভিযোগ করেছেন রেলমন্ত্রী থাকাকালীন যাত্রী নিরাপত্তায় অ্যান্টি কলিশন ডিভাইস সহ যেসব বন্দোবস্ত করেছিলেন এই সরকার তার সবটাই তুলে দিয়েছে। আলাদা রেলবাজেট না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী যখন রেলের একের পর এক গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন তখন পাশে দাঁড়িয়ে সবটাই মাথা নিচু করে শুনেছেন ওড়িশারই ভূমিপুত্র রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।